0 / 0

বেপর্দা নারীর মসজিদে প্রবেশ

প্রশ্ন: 214386

প্রশ্ন : আমি ও আমার দুই বান্ধবী ইসলাম সম্পর্কে জ্ঞানার্জনের জন্য মসজিদে যেতে চাই; কিন্তু তারা দুজন পর্দা করে না। তাদের জন্য কি নিজেদের অভ্যস্ত পোশাকের সঙ্গে কেবল ওড়না পেঁচিয়ে মসজিদে যাওয়া জায়েয হবে?

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

জবাব:

এক:

পর্দাহীনতাফেতনার সদরদরজা। পর্দাহীনতাকেবল বেপর্দামেয়ের জন্যঅনিষ্টকর নয়, তাকেযারা দেখবেতাদের জন্যেওঅনিষ্টের কারণ।হতে পারেপর্দাহীনতা ওসৌন্দর্যপ্রদর্শনেরফলে কোনো দূরাচারীলোক কথা বাকাজেরমাধ্যমে বেপর্দানারীকেআক্রমন করেবসবে।পর্দাহীননারী নিজেকে যতইভালো দাবিকরেন না কেনতাকে কেন্দ্রকরে সমাজেগুনাহ ছড়ানোস্বাভাবিক।কারণ, তিনি নিজেনিজেকেনিয়ন্ত্রণেরদাবি করলেও অন্যকেনিয়ন্ত্রণেরদাবি করতেপারেন না। তাইপর্দাহীনতারবিরুদ্ধেকঠোরহুঁশিয়ারিউচ্চারিত হয়েছে।রাসূলুল্লাহসাল্লাল্লাহুআলাইহিওয়াসাল্লামবলেছেন: ‘দুইশ্রেণীর লোকজাহান্নামী;যাদেরকে আমিআমার যুগে দেখেযাইনি। একশ্রেণীর লোক, তারাএমন একসম্প্রদায়, তাদেরসাথে থাকবেগরুর লেজের মতএক ধরনের লাঠিযা দিয়ে তারামানুষকেপিটাবে। অপরশ্রেণী হল,কাপড়পরিহিতা নারী;অথচনগ্ন, তারাপুরুষদেরকেআকৃষ্টকারী ওনিজেরা তাদেরপ্রতিআকৃষ্ট। তাদেরমাথা হবে উটেরকুঁজের মতবাঁকা। তারাজান্নাতেপ্রবেশ করবেনা। এমনকিজান্নাতেরসু-ঘ্রাণওতারা পাবে না।অথচজান্নাতের সুঘ্রাণঅনেক অনেক দূরথেকে পাওয়াযাবে।’[মুসলিম (২১২৮)]

দুই:

মুসলিমমাত্রইঅন্যেরহেদায়েত,তারসত্য গ্রহণ ওতাতে তার অবিচলতায়আগ্রহী। সুতরাংএই বোনদেরমসজিদেপ্রবেশে হয়তোতাদের জন্যঅনেক উপকার ডেকেআনবে। যেমন-তারা সেখানেসালাত আদায়করবেন, উত্তমউপদেশ ওওয়াজ-নসিহতশুনবেন,যা থেকেতাদের অন্তরপ্রভাবিতহবে। তেমনি মসজিদেরঈমানী পরিবেশতাদের অন্তরেঈমান সৃষ্টিকরবে এবংউদাসী মনকেজাগ্রত করবে।এ কারণে আপনিপ্রাথমিকভাবেএ বোনদেরকে ওড়নাপরে ও মাথাঢেকে মসজিদে নিয়েযেতেআন্তরিকভাবে চেষ্টাকরুন। পর্যায়ক্রমেতাদেরকেপ্রশস্ত ওঢিলেঢালাপোশাকপরিধানেরউপদেশ দিয়েযেতে হবে।

তিন:

আল্লাহতায়ালামসজিদকেপবিত্র রাখারনির্দেশদিয়েছেন। মসজিদেরপবিত্রতা ওসম্মানেরপরিপন্থী সবকিছু থেকে হেফাযতেরাখার আদেশকরেছেন।আল্লাহ বলেন:“(এ রকম আলোজ্বালানো হয়)সে সব গৃহে(অর্থাৎ মসজিদেও উপাসনালয়ে)যেগুলোকেসমুন্নতরাখতে আর তাতেতাঁর নামস্মরণ করতেআল্লাহনির্দেশ দিয়েছেন,ওগুলোতে তাঁরমাহাত্ন্য(তাসবিহ) ঘোষণাকরা হয় সকাল ওসন্ধ্যায় (বারবার)।”[সূরাআন-নূর, আয়াত:৩৬]

হাফেযইবনে কাছির (রহ)বলেন: ‘আল্লাহতায়ালা মসজিদগুলোকেসমুন্নত করারনির্দেশদিয়েছেনঅর্থাৎ মসজিদগুলোকেঅপবিত্রতা, অনর্থকতাও এরমর্যাদাবিরোধীকথা ও কর্মথেকে পবিত্ররাখারনির্দেশদিয়েছেন।’[তাফসীরে ইবনেকাছির: ৬/৬২]

বেপর্দানারীদেরকেমসজিদেপ্রবেশে ছাড়দিলে সেটারাস্তাঘাট ওবাজারের ফেতনাআল্লাহতায়ালার ঘরমসজিদপর্যন্ত পৌঁছেযাওয়ার কারণহতে পারে। তবুওবেপর্দামুসলিম নারীযখন তার ফিতনাকমিয়ে ফেলবে, তারগুনাহকাফেরেরকুফরি থেকে তোবেশিক্ষতিকর নয়, অথচ প্রয়োজনবশতকাফেরকেমসজিদেপ্রবেশেরঅনুমতি দেয়াহয়।

শাইখ বিনবায (রহিমাহুল্লাহ) বলেন,

‘অমুসলিমেরমসজিদেপ্রবেশে কোনোঅসুবিধা নেইযদি তা হয় কোনোশরয়ি বা বৈধপ্রয়োজনে।যেমন, ধর্মীয়উপদেশ শ্রবণ, পানিপান বা এজাতীয় অন্য কোনোপ্রয়োজন।কেননা নবী সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামএক অমুসলিমকাফেলাকেমসজিদেনববীতেএনেছেন যাতেতারামুসল্লিদেরদেখতে পারেএবং তাঁর সাল্লাল্লাহু‘আলাইহিওয়াসাল্লাম কোরআনতেলাওয়াত ওখুতবা শুনতেপারে। যাতে তিনিতাদেরকে কাছেবসিয়েআল্লাহর দিকেডাকতে পারেন।যেমন ছুমামাবিন আছাল হানাফীকেযখন বন্দি করেআনা হয় তখন তিনিতাকে মসজিদেবেঁধেরেখেছিলেন।ফলেআল্লাহ তাকেহেদায়েত দেনএবং তিনিইসলাম গ্রহণকরেন।আল্লাহই তোতাওফিকদাতা।’[বিনবাযেরপ্রবন্ধসমগ্র,৮/৩৫৬]

অতএব,আপনার বান্ধবীযদি কল্যাণেরপ্রতি আগ্রহীহন এবং তাদেরমসজিদেযাওয়ারউদ্দেশ্য হয়নগ্নতানা ছড়িয়ে উপকৃতহওয়া, তারাতাদের মাথারচুল ঢাকা ওঢিলেঢালাপোশাক পরিধানেরমাধ্যমেফিতনাগুলোকমানোরচেষ্টা করেনতাহলে আশা করাযায় তারামসজিদেঅনুষ্ঠিতদরসগুলোতে অংশগ্রহণকরলে এটি তাদেরজন্যকল্যাণেরদরজা খুলে দিবে।আল্লাহরশরীয়তপরিপালনেতাদের পথউন্মুক্ত হবে।অতএব আপনিতাদের এতেউদ্বুদ্ধকরুন।

আল্লাহইভালো জানেন।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android