যে সকল অবস্থায় গোসল করা ওয়াজিব:
- বীর্য নির্গত হওয়া।
- দুই লজ্জাস্থান মিলিত হওয়া।
- হায়েয (ঋতুস্রাব)।
- নিফাস (প্রসবোত্তর স্রাব)।
যে সকল অবস্থায় গোসল করা মুস্তাহাব:
- মানুষের জমায়েতের স্থানে (যাওয়ার পূর্বে)।
- শরীরের গন্ধ বদলে গেলে।
- কিছু ইবাদতের সময়ে, যেমন: ইহরামের জন্য গোসল করা।
যে সকল অবস্থায় গোসল আবশ্যক হওয়ার ব্যাপারে মতভেদ রয়েছে:
- মৃত ব্যক্তির গোসল।
- মৃত ব্যক্তিকে গোসলদানকারী ব্যক্তির গোসল।
- জুমার গোসল।
- ইসলাম গ্রহণের সময় কাফেরের গোসল।