আলহামদুলিল্লাহ।
আল্লাহতাআলাসামর্থ্যবানব্যক্তির উপরহজ্জ আদায় করাফরজ করেছেন।আল্লাহ তাআলাবলেন: “আর এ ঘরেরহজ্ব করা হলোমানুষের উপরআল্লাহর প্রাপ্য;যে লোকেরসামর্থ্য রয়েছেএ পর্যন্তপৌছার।”[সূরাআলে ইমরান,আয়াত: ৯৭]সামর্থ্যহচ্ছে- সফরেরপাথেয় ও বাহনথাকা। এ পাথেয়ও বাহন হজ্জথেকে ফিরে আসাপর্যন্তবাসস্থান,নিজস্ব খরচ ওসন্তানসন্ততিরখরচ বাদ দিয়েঅতিরিক্তথাকতে হবে।সুতরাং যেপরিমাণ সম্পদআপনার হাতেআছে তা যদিআপনার জরুরীখরচাদি নামেটায়; জরুরীখরচের মধ্যেরয়েছে একটিবাসস্থানথাকা; তাহলেআপনার উপরহজ্জ আদায় করাফরজ নয় যতদিননা আপনাদেরজরুরীপ্রয়োজন আপনারামেটাতে নাপারেন। জরুরীপ্রয়োজনমিটিয়ে যদিআপনাদের হাতেকিছু থাকেতাহলে হজ্জকরবেন।আপনাদের উপরহজ্জ ফরজ নয়এবং ততদিনপর্যন্ত ফরজহবে না যতদিননা আপনারাআপনাদেরবাসস্থানেরপ্রয়োজন,নিজের খরচ,নিজেরছেলেমেয়েদেরখরচ ও যাদেরভরণপোষণ দেয়াআপনাদের উপরফরজ তাদেরখরচাদি দিয়েঅতিরিক্তঅর্থ হাতেথাকে। সমাপ্ত