আলহামদুলিল্লাহ।
যদিআপনারা মীকাতঅতিক্রম করারপর ইহরাম বেঁধেথাকেন তাহলেআপনার উপরওয়াজিব হচ্ছে-আপনার পক্ষথেকে একটিছাগল ও আপনারস্ত্রীর পক্ষথেকে একটিছাগল জবাইকরা। আপনারাছাগলদ্বয়মক্কায় জবাইকরে এর গোশতমক্কারমিসকীনদেরমধ্যে বণ্টনকরে দিবেন।
আল-মাওসুআআল-ফিকহিয়্যাতেএসেছে-যেব্যক্তি ইহরামছাড়া মীকাতঅতিক্রমকরেছে তার উপরওয়াজিব হচ্ছে-সম্ভব হলেমীকাতে ফিরেযাওয়া। যদি সেব্যক্তিমীকাতে ফিরে এসেসেখান থেকেইহরাম বাঁধেতাহলে তার উপরদম (পশু জবাই) বর্তাবেনা। এটিসর্বসম্মতমত। কারণ সেযে মীকাত থেকেইহরাম বাঁধতেআদিষ্ট হয়েছেসেই মীকাতথেকে সে ইহরামবেঁধেছে। আরযদি সে মীকাতঅতিক্রমকরার পর ইহরামবেঁধে ফেলে; এরপরসে মীকাতেফিরে যাককিংবা না যাক— তার উপরদম ওয়াজিব হবে।এটি মালেকী ওহাম্বলিমাযহাবেরঅভিমত।
শাইখ বিনবায (রহঃ) কেজিজ্ঞেস করাহয়েছিল: হজ্জ-উমরাতে(ইহরাম ছাড়া)মীকাতঅতিক্রম করারহুকুম কি?
উত্তরেতিনি বলেন:যদি কোনমুসলিম হজ্জকিংবা উমরাপালনের নিয়তেবের হয় তাহলেইহরাম ছাড়ামীকাতঅতিক্রম করাজায়েয নেই।যদি সে ইহরামছাড়া মীকাতঅতিক্রম করে ফেলেতাহলে তার উপরওয়াজিব হচ্ছেমীকাতে ফিরেগিয়ে সেখানথেকে ইহরামবেঁধে আসা।যদি সে তা নাকরে; মীকাতপরবর্তী কোনস্থান থেকেকিংবা মক্কারনিকটবর্তীকোন স্থানথেকে ইহরাম বাঁধেতাহলে অনেকআলেমের মতে,তার উপর দম(পশু জবাই)ওয়াজিব হবে।সে পশুটিমক্কায় জবাইকরে এর গোশতমিসকীনদেরমধ্যে বণ্টনকরে দিতে হবে।যেহেতু সেএকটি ওয়াজিবআমল তথানির্দিষ্টমীকাত থেকেইহরাম বাঁধাছেড়ে দিয়েছে।সংক্ষেপিতও সমাপ্ত[শাইখ বিনবাযের ফতোয়াসমগ্র(৯/১৭)]
শাইখউছাইমীনকেজিজ্ঞেস করাহয়েছিল: উমরাআদায় করারনিয়তে আমিরিয়াদ থেকেজেদ্দারউদ্দেশ্যেবিমানেচড়েছি।বিমানেরক্যাপ্টেনঘোষণা করলেনযে, ২৫ মিনিটপর আমরামীকাতের উপরদিয়ে আকাশ পথঅতিক্রম করব।কিন্তুনির্দিষ্ট সময়ের৪/৫ মিনিট পরআমার বিষয়টিখেয়াল হল। আমরাআমাদের উমরাশেষ করলাম।শাইখ, এখন এরহুকুম কী?
উত্তরেশাইখ বলেন:আলেমগণেরমতামতঅনুযায়ী এ প্রশ্নকারীকেমক্কাতে একটিছাগল জবাই করেএর গোশতগরীবদেরমধ্যে বণ্টনকরে দিতে হবে।যদি গরীবদেরনা পায় তাহলেআল্লাহ তাআলাকাউকে তারসাধ্যেরঅতিরিক্তদায়িত্ব দেননা।
তবে আমিমুসলিমভাইদেরকেনসিহত করব:ক্যাপ্টেনযখন ঘোষণা করেযে, আর মাত্র২৫ মিনিট বাকীআছে আপনারাতখনি ইহরামবেঁধে ফেলুন।কারণ কিছু লোকএ ঘোষণার পরঘুমিয়ে পড়ে;সে যখন সজাগহয় তখন বিমানজেদ্দা বিমানবন্দরেরকাছাকাছি চলেএসেছে। আপনিযদি মীকাতেপৌঁছার পাঁচমিনিট আগে, দশমিনিট আগে, একঘণ্টা আগেকিংবা দুই ঘণ্টাআগে ইহরামবেঁধে ফেলেনএতে কোনঅসুবিধা নেই।বরং নিষিদ্ধহচ্ছে- মীকাতঅতিক্রম করার পরইহরাম বাঁধা।পাঁচ মিনিটেবিমান অনেকদূর পর্যন্তচলে যায়।
তাই আমিপ্রশ্নকারীভাইকে বলছি:আপনাদের প্রত্যেকেরপক্ষ থেকে মক্কাতেএকটি পশু জবাইকরে এর গোশতগরীবদের মাঝে বণ্টনকরে দিন। আরভবিষ্যতেসাবধানথাকবেন; ক্যাপ্টেনেরঘোষণার পরপরইহরাম বেঁধেফেলুন। যদিআপনারাঘুমিয়েও পড়েনএতে কোনঅসুবিধানেই।[আল-লিকাআশ-শাহরি;নং-৫৬; প্রশ্ননং-৪]
আল্লাহইভাল জানেন।