সমস্তপ্রশংসাআল্লাহরজন্য।
যদিআপনাদের বাবাবিগত রমজানের সিয়ামকাযা করতে সামর্থ্যবান হওয়াসত্ত্বেওপরবর্তী রমজানআসা পর্যন্তএর কাযা আদায়েঅবহেলা করেথাকেন এবং এরপরে তিনি মারাযান, তবেআপনাদের জন্যউত্তম হল সেইদুই দিনেরকাযাআদায় করা। এব্যাপারে দলীল হলো-নবীসাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লামএর বাণী:“যেব্যক্তি তারজিম্মায়সিয়ামপালনবাকিরেখেমারাগেছেতারপক্ষথেকেতারওলি(আত্মীয়-পরিজন) রোযাপালনকরবে।”[সহীহবুখারী (১৮৫১) ওসহীহ মুসলিম (১১৪৭) ]
আর আপনারাযদিতাঁরপক্ষথেকেস্থানীয়খাদ্যেরএকস্বা‘ (প্রায়৩ কিঃগ্রাঃ এরসমান)পরিমাণখাদ্য কোনমিসকীনকে দানকরেনতবেসেটাওযথেষ্টহবে।
আরযদিপরবর্তীরমজান আসার আগে তিনিরোগেরকারণে সেই দুইদিনের রোযা কাযাপালনে সক্ষমনা হয়ে থাকেনতবে কোনকাযা আদায়করা বা ফিদিয়াআদায়করারপ্রয়োজন নেই।কারণ এক্ষেত্রেতিনি দায়িত্বপালনে কোনঅবহেলা করেন নি।
আল্লাহইতাওফিকদাতা। আল্লাহআমাদের নবীমুহাম্মাদ,তাঁরপরিবারবর্গ ও সাহাবীগণেরউপর রহমত ও শান্তিবর্ষণ করুন।”সমাপ্ত
গবেষণাও ফতোয়াবিষয়কস্থায়ী কমিটি
শাইখআব্দুলআযিযবিনআব্দুল্লাহবিনবায, শাইখআব্দুল্লাহবিনগুদাইইয়ান, শাইখসালেহফাওযান, আব্দুলআযীযআলেশাইখ,শাইখবাক্রআবুযাইদ। [ফাতাওয়াআল-]