1,247

যে ব্যক্তি কোন বৃক্ষ রোপন করে এর সওয়াব তার মৃত্যুর পরও জারী থাকে

প্রশ্ন: 146549

যে ব্যক্তি খেজুর গাছ লাগায়, বীজ বপন করে কিংবা অন্য কিছু লাগায় এবং তার মৃত্যুর পর তার ওয়ারিশগণ এর থেকে উপকৃত হয়; সে কি এর সওয়াব পাবে?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

“হ্যাঁ। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে যে, কোন মুসলিম কোন গাছ লাগালে বা বীজ বপন করলে; এর থেকে যদি কোন পাখি, মানুষ বা পশু ভক্ষণ করে তাহলে এটি তার জন্য সদকা।

মুসলিম বান্দা যে বীজগুলো বপন করে কিংবা খর্জুর বৃক্ষ বা অন্য যে গাছগুলো লাগায় সেগুলোর জন্য সে সওয়াব পাবে। এর থেকে যা কিছু গ্রহণ করা হয়; যেমন এই সবুজ ভূমিতে কোন পশু চরল, কিংবা পাখি খেল কিংবা কোন মানুষ এর থেকে ভক্ষণ করল; এগুলো তার জন্য সদকাস্বরূপ। অনুরূপভাবে এর থেকে যা কিছু সংগ্রহ করা হবে, মানুষকে দান করা হবে সেটাও সদকা। অনুরূপভাবে এর থেকে যা কিছু নিজের পরিবারকে দিবে সেটাও সদকা। এগুলো সবই এই গাছের মাধ্যমে তার জন্য অর্জিত কল্যাণ।”[সমাপ্ত]

মাননীয় শাইখ আব্দুল আযিয বিন বায (রহঃ)

ফাতাওয়া নুরুন আলাদ দারব (২/১২১৫)

সূত্র

সূত্র

মাননীয় শাইখ আব্দুল আযিয বিন বায (রহঃ), ফাতাওয়া নুরুন আলাদ দারব (২/১২১৫)

at email

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

download iosdownload android