আলহামদুলিল্লাহ।
ঋণদেয়া কিংবাগ্রহণ করা উভয়ক্ষেত্রেইসুদি লেনদেনকরা নাজায়েয। যেব্যক্তি এগুনাতে লিপ্তহয়েছেন তারউচিত এ গুনাহথেকে মুক্তহয়ে, অনুতপ্তহয়ে ও পুনরায়এ গুনাতেলিপ্ত নাহওয়ার দৃঢ় সিদ্ধান্তনিয়ে আল্লাহরকাছে তওবাকরা।
সুদি ঋণগ্রহণ করাজঘন্য হারামহওয়াসত্ত্বেও এরমাধ্যমে সঠিক মালিকানাঅর্জিত হয়।তাইসুদভিত্তিকগৃহীত ঋণ আপনারমালিকানাধীনসম্পদ; এরমাধ্যমে আপনিইচ্ছামত বৈধসব সুবিধাগ্রহণ করতেপারেন যেমন-গাড়ী খরিদ করাইত্যাদি।
দেখুন:আব্দুল্লাহবিন মুহাম্মদআল-উমরানিরচিত‘আল-মানফাআফিল ক্বারদ’(পৃষ্ঠা-২৪৫-২৫৪)
অতএব,আপনার কাছে যেঅর্থ আছে সেটাদিয়ে হজ্জ আদায়করা জায়েযহবে। পূর্বেইতওবা করার কথাউল্লেখ করাহয়েছে। ব্যাংকেরকিস্তিপরিশোধ করাচলমান থাকাতেআপনার কোনক্ষতি হবে না।
ঋণথাকাসত্ত্বেওহজ্জ আদায় করতেকোন অসুবিধানেই; যদি সে ঋণবিলম্বেপরিশোধযোগ্যহয় কিংবাকিস্তিভিত্তিকহয় এবংউপযুক্ত সময়ে আপনিসে ঋণ আদায়ের সামর্থ্যরাখেন। দেখুন:3974 নং ও 4241 নংপ্রশ্নোত্তর।
আমরাআল্লাহর কাছেআমাদের জন্য ওআপনার জন্য তাওফিকপ্রার্থনাকরছি।
আল্লাহইভাল জানেন।