3,490

এমন অর্থ দিয়ে হজ্জ আদায় করা যে অর্থের মূল হচ্ছে- সুদি ঋণ

প্রশ্ন: 149111

প্রশ্ন: কিছুকাল আগে আমি গাড়ী কেনার জন্য একটি সুদি ব্যাংক থেকে ঋণ নিয়েছি। তবে, এখন আমি আমার সে সুদি লেনদেনের জন্য অনুতপ্ত, আমি আল্লাহর কাছে তওবা করেছি এবং দোয়া করি আল্লাহ যেন আমার তওবা কবুল করেন। এখন আমি সে গাড়ীটি বিক্রি করে দিয়েছি। এ বছর আমি হজ্জে যেতে চাচ্ছি। আমার কাছে অন্য কোন অর্থ নেই। আমার জন্য সে গাড়ীর বিক্রিত মূল্য দিয়ে হজ্জ করা জায়েয হবে কি? উল্লেখ্য, আমি এখনো আমার মাসিক বেতন থেকে সুদভিত্তিক সে ঋণের কিস্তি ব্যাংককে পরিশোধ করে আসছি। আমার মাসিক বেতন আমার হাতে আসার কয়েকদিন আগেই সরাসরি সে ঋণের কিস্তি কেটে নেয়া হয়। এছাড়া আমার আর কোন অর্থের উৎস নেই। আমাকে পরামর্শ দিবেন। জাযাকুমুল্লাহু খাইরা।

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

আলহামদুলিল্লাহ।

ঋণদেয়া কিংবাগ্রহণ করা উভয়ক্ষেত্রেইসুদি লেনদেনকরা নাজায়েয। যেব্যক্তি এগুনাতে লিপ্তহয়েছেন তারউচিত এ গুনাহথেকে মুক্তহয়ে, অনুতপ্তহয়ে ও পুনরায়এ গুনাতেলিপ্ত নাহওয়ার দৃঢ় সিদ্ধান্তনিয়ে আল্লাহরকাছে তওবাকরা।

সুদি ঋণগ্রহণ করাজঘন্য হারামহওয়াসত্ত্বেও এরমাধ্যমে সঠিক মালিকানাঅর্জিত হয়।তাইসুদভিত্তিকগৃহীত ঋণ আপনারমালিকানাধীনসম্পদ; এরমাধ্যমে আপনিইচ্ছামত বৈধসব সুবিধাগ্রহণ করতেপারেন যেমন-গাড়ী খরিদ করাইত্যাদি।

দেখুন:আব্দুল্লাহবিন মুহাম্মদআল-উমরানিরচিত‘আল-মানফাআফিল ক্বারদ’(পৃষ্ঠা-২৪৫-২৫৪)

অতএব,আপনার কাছে যেঅর্থ আছে সেটাদিয়ে হজ্জ আদায়করা জায়েযহবে। পূর্বেইতওবা করার কথাউল্লেখ করাহয়েছে। ব্যাংকেরকিস্তিপরিশোধ করাচলমান থাকাতেআপনার কোনক্ষতি হবে না।

ঋণথাকাসত্ত্বেওহজ্জ আদায় করতেকোন অসুবিধানেই; যদি সে ঋণবিলম্বেপরিশোধযোগ্যহয় কিংবাকিস্তিভিত্তিকহয় এবংউপযুক্ত সময়ে আপনিসে ঋণ আদায়ের সামর্থ্যরাখেন। দেখুন:3974 নং ও 4241 নংপ্রশ্নোত্তর।

আমরাআল্লাহর কাছেআমাদের জন্য ওআপনার জন্য তাওফিকপ্রার্থনাকরছি।

আল্লাহইভাল জানেন।

সূত্র

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

download iosdownload android