সমস্তপ্রশংসাআল্লাহরজন্য।
আলেমগণফিল্ম দেখাছেড়ে দেয়ারকয়েকটি উপায় উল্লেখকরেছেন, যেমন-
১. এই ফিল্মদেখার শরয়িহুকুম জানা। এবিষয়ে ইতিপূর্বেঅনেক উত্তরদেয়া হয়েছে।
২.সার্বক্ষণিকআল্লাহকেস্মরণ করা।কারণ আল্লাহমানুষেরপ্রকাশ্য-গোপনসবকিছুজানেন। জনৈকসলফে সালেহীনকেজিজ্ঞেস করাহয়েছিল- হারামকিছুর দর্শনথেকে চক্ষুকেসংযত রাখারউপায় কী?উত্তরে তিনিবলেন: এইজ্ঞানউজ্জীবিতকরার মাধ্যমেযে, তুমি যতবেগে ঐ বস্তুরদিকে তাকাচ্ছএর চেয়েবহুগুণ বেশীবেগে আল্লাহতোমার দিকে তাকাচ্ছেন।
৩. নেককারদেরসাহচর্যেথাকা। যারাআপনি ভুলেগেলে আপনাকেস্মরণ করিয়েদিবেন। আপনারমধ্যে কোন গাফলতিদেখলে তারাসাবধান করেদিবে। এরাই্হচ্ছে-আল্লাহর জন্যবন্ধুত্বেরবন্ধনে আবদ্ধখলিল। যাদেরপরস্পরে মাঝেসম্পর্কেরবন্ধন হচ্ছে-আল্লাহরআনুগত্য।এদেরসম্পর্কেআল্লাহ তাআলাবলেছেন: “সেদিনবন্ধুরা একেঅন্যের শত্রুহবে, মুত্তাকীরাছাড়া।”[সূরাযুখরুফ, ৬৭]এরাই হচ্ছে-সৎসঙ্গি।রাসূলসাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম যারউদাহরণদিয়েছেন ‘মিসক-আম্বর’ বহনকারীরসাথে। আবুমুসা আশয়ারী(রাঃ) হতে বর্ণিততিনি বলেন নবীসাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামবলেছেন: “সৎসঙ্গি ওঅসৎসঙ্গিরউদাহরণ হচ্ছে-মিসক বিক্রেতাও কামারেরহাফরের মত।মিসকবিক্রেতা থেকেতুমি কোন নাকোন উপকারপাবেই পাবে।হয়তো তুমি তারথেকে মিসককিনবে অথবাঅন্ততসুগন্ধি পাবে।আর কামারেরহাফর হয়তোতোমার শরীরপুড়িয়ে দিবেঅথবা তোমারকাপড় পুড়িয়েদিবে অথবাতুমি এরদুর্গন্ধপাবে।”[সহীহবুখারী (১৯৯৬)ও সহীহ মুসলিম(২৬২৮)]
৪. দ্বীন ওদুনিয়ার জন্যউপকারী কাজেনিজেকে ব্যস্তরাখা। প্রতিদিনকুরআন শরীফেরনির্দিষ্টপরিমাণ অংশমুখস্ত করা বাপড়া।আলেমগণেরলিখিত বিভিন্নবই-পুস্তকপড়তে পারেন বাআলোচনা শুনতেপারেন। আপনিকোন মঙ্গলজনকপেশায় ব্যস্তথাকতে পারেনঅথবা সমাজ ওমানুষের কোনখেদমত করতেপারেন।
৫. বিয়ে করা।চক্ষু অবনতরাখা ওলজ্জাস্থানহেফাযতেরাখার জন্যএটি নবীসাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামেরনসিহত। হে যুবকেরা!তোমাদেরমধ্যকার যেসামর্থবান সেযেন বিবাহ করে।কেননা, তা তারদৃষ্টিনিম্নগামীরাখতে ও লজ্জাস্থানকেহেফাজত করায়সহায়ক হয়।আর যে বিবাহেরসামর্থ রাখেনা, সে যেনরোজা রাখে। কারণতাসত্যিইযৌন উত্তেজনাপ্রশমনকারী।[সহীহবুখারী (৪৭৭৯)ও সহীহ মুসলিম(১৪০০)]
৬.সার্বক্ষণিকআল্লাহর কাছেদোয়া করা যেনআল্লাহ তাআলাআপনাকেসহায়তা করেন,তাওফিক দেন,আপনার কর্ণ ওচক্ষুকেপবিত্ররাখেন। আত্মারঅনিষ্ট হতেবাঁচার জন্যবান্দা প্রয়োজনীয়সব ধরনেরউপায়-উপকরণগ্রহণ করার পরযে উত্তমকাজটি করতেপারে সেটি হলোআল্লাহর কাছে আশ্রয়চাওয়া। যাতেআল্লাহ তাকেএক্ষেত্রে সাহায্যকরেন, তারজন্য সহজ করেদেন এবং তারঅঙ্গপ্রত্যঙ্গগুলোপবিত্ররাখেন।
আমরাআল্লাহর কাছেদোয়া করছিআল্লাহ যেনআপনাকে তাঁরপছন্দনীয় পথে,তাঁরসন্তুষ্টিরপথে চলা সহজকরে দেন।
আল্লাহইসবচেয়ে ভাল জানেন।