সমস্ত প্রশংসাআল্লাহরজন্য।
এক:
যদি কোনরোজাদার ভুলেগিয়ে রমজানেরদিনের বেলায়পানাহার করেফেলে তার রোজাশুদ্ধ; তাকেকাযা আদায়করতে হবে না।এ বিষয়ে 50041 নংপ্রশ্নোত্তরটিদেখুন।
তাই তুমি যে,ভুলে গিয়েপানি পান করেছএতে তোমাররোজার কোনক্ষতি হয়নি।উচিত ছিলতোমার রোজাটিপূর্ণ করা।আরযেহেতু তুমিতোমার মায়েরকথা অনুযায়ীরোজা ভেঙ্গেছএবংপরবর্তীতে ঐরোজা কাযাকরেছ- সুতরাংতুমি তোমারদায়িত্ব পালনকরেছ। তোমারউপর কোনকাফফারা নেই।কারণ কাফফারাওয়াজিব হয় কেউরমজানেরদিনের বেলায়স্ত্রী সহবাসকরলে। 38074 নংপ্রশ্নোত্তরটিদেখতে পার।
আল্লাহই ভালজানেন।