9,636

তারাবীর নামায শেষে সম্মিলিত মুনাজাত

প্রশ্ন: 37753

প্রশ্ন: তারাবীর নামায সংক্রান্ত সহিহ সুন্নাহ্‌, এ সংক্রান্ত নব-প্রচলিত বিদাত এবং তারাবীর নামায শেষে সম্মিলিত মুনাজাত সম্পর্কে আমি জানতে চাই।

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

আলহামদুলিল্লাহ।

প্রশ্নেরপ্রথমাংশেরজবাব জানারজন্য এ ওয়েবসাইটের ‘রোযাঅধ্যায়’এর অধীনে ‘তারাবীনামায ওলাইলাতুলক্বদর’পরিচ্ছেদ পড়াযেতে পারে।

আর তারাবীনামাযের শেষেসম্মিলিতদোয়া: এটি একটিবিদাত। নবীসাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামবলেছেন, “যেব্যক্তি এমনকোন আমল করেযা আমাদেরশরিয়তে নেইসেটাপ্রত্যাখ্যাত।”[সহিহ মুসলিম(৩২৪৩)]

তারাবীনামাযের শেষেপড়ার জন্য নবীসাল্লাল্লাহুআলাইহি্ ওয়াসাল্লাম থেকেযা বর্ণিতহয়েছে তাহচ্ছে ‘সুবহানালমালিকিলকুদ্দুস’ তিনবার বলা।তৃতীয়বারেউচ্চস্বরেবলা।উবাই বিন কাব(রাঃ) থেকেবর্ণিত তিনিবলেন, নবীসাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম سَبِّحِاسْمَ رَبِّكَ الْأَعْلَى (সূরাআ’লা), قُلْيَا أَيُّهَا الْكَافِرُونَ (সূরা কাফিরূন)ও قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (সূরাইখলাস) দিয়ে বিতিরেরনামায আদায়করতেন। যখনসালামফিরাতেন তখনবলতেন, سُبْحَانَالْمَلِكِ الْقُدُّوسِ ، سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ ، سُبْحَانَ الْمَلِكِالْقُدُّوسِ (‘সুবহানালমালিকিলকুদ্দুস’, ‘সুবহানালমালিকিল কুদ্দুস’, ‘সুবহানালমালিকিলকুদ্দুস’) এবং তাঁরস্বর উঁচুকরতেন।[মুসনাদেআহমাদ (১৪৯২৯),সুনানে আবুদাউদ (১৪৩০),সুনানে নাসাঈ(১৬৯৯), আলবানী ‘সহিহুননাসাঈ’গ্রন্থে(১৬৫৩)হাদিসটিকে ‘সহিহ’আখ্যায়িতকরেছেন]

তাছাড়াবিতিরেরনামাযে ইমামতো দোয়ায়েকুনুত পড়বেনএবং ইমামেরপিছনেমুসল্লিরা ‘আমীন’বলবে; ঠিকযেভাবে উমর(রাঃ) এরযামানায় উবাইবিন কাব (রাঃ)যখন লোকদেরনিয়ে তারাবীনামায আদায়করতেন তখনকরতেন।সুতরাংসম্মিলিত মুনাজাতেরবিদআতেরপরিবর্তেএটাই তোযথেষ্ট। জনৈককবি ঠিকইবলেছেন:

সালাফদেরঅনুসরণেইপ্রভুতকল্যাণ, আর পরবর্তীদেরনতুনত্বেই যতঅকল্যাণ

আল্লাহ্‌ইভাল জানেন।

সূত্র

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

download iosdownload android