আলহামদুলিল্লাহ।
আপনিআপনার উপরআল্লাহ্রনেয়ামতের কথাস্মরণ করুনযে, আপনিবে-নামাযীছিলেন; কিন্তুআল্লাহ্আপনাকেইসলামের দিকেফিরিয়েএনেছেন।সুতরাংওয়াক্তমতনিয়মিতনামাযগুলোআদায় করুন। বেশিবেশি নফলনামায আদায়করুন; যাতেকরে এ নফল নামাযগুলোআপনার ছুটেযাওয়া ফরযনামাযের প্রতিকারহতে পারে।যেমনটি এসেছেহুরাইছ বিন ক্বাবিসা(রাঃ) কর্তৃকবর্ণিতহাদিসে তিনিবলেন, আমিমদিনায় আসারপর দোয়াকরলাম: হেআল্লাহ্,আমার জন্যএকজন সৎ সঙ্গিপাওয়া সহজ করেদিন। এরপর আমিআবু হুরায়রা(রাঃ) এরমজলিসে বসেবললাম, আমিআল্লাহ্রকাছে দোয়াকরেছি,আল্লাহ্ যেনআমাকে একজন সৎসঙ্গি দানকরেন। আপনিআমাকে এমনএকটি বাণীশুনান যে বাণীটিআপনি রাসূলসাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম থেকেশুনেছেন; আশাকরি সে বাণীরমাধ্যমে আল্লাহ্আমাকে উপকৃতকরবেন। তখনতিনি বললেন,আমি রাসূলুল্লাহ্সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামকেবলতে শুনেছিতিনি বলেন:কিয়ামতের দিনবান্দার কাছথেকেসর্বপ্রথম যেআমলের হিসাবনেয়া হবে সেটাহচ্ছে- নামায।যদি নামায ঠিকথাকে তাহলে সেউত্তীর্ণ ওসফলকাম হবে।আর যদি নামাযঠিক না থাকেতাহলে সেব্যর্থ ও বিফলহবে। যদি তারফরয নামাযেকিছু ঘাটতিথাকে তখন রব্ববলবেন: দেখ;আমার বান্দারকোন নফল আমলআছে কি? থাকলেসেটা দিয়েফরযের ঘাটতিপূরণ করা হবে।এভাবে তারবাকীআমলগুলোরওহিসাব নেয়াহবে।”[সুনানেতিরমিযি (৪১৩),সহিহুল জামে(২০২০)]
সুনানেআবু দাউদগ্রন্থেহাদিসটি আনাসবিন হাকীমআল-যাব্বিথেকে বর্ণিতহয়েছে যে,তিনি মদিনায়আসার পর আবুহুরায়রা (রাঃ)এর সাথে সাক্ষাতহল। তিনি আমারবংশ-পরিচয়জিজ্ঞেস করলেন।আমি আমারবংশ-পরিচয় উল্লেখকরলাম। এরপরতিনি বললেন:ওহে যুবক, আমিকি তোমাকে একটিহাদিস বর্ণনাকরব না? আমিবললাম:অবশ্যই; আল্লাহ্আপনার প্রতিরহম করুন।(বর্ণনাকারীইউনুছ বলেন:আমার ধারণাহচ্ছে- তিনিকথাটি নবী সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামথেকেই বর্ণনাকরেছেন।) তিনিবলেন:কিয়ামতের দিনমানুষের কাছথেকেসর্বপ্রথম যেআমলের হিসাবনেয়া হবে সেটাহচ্ছে- নামায।তিনি বলেন,আমাদের রব্বফেরেশতাদেরকেবলবেন -অথচতিনি সম্যকঅবগত-: তোমরাআমার বান্দারনামায দেখ;আমার বান্দা কিনামাযপরিপূর্ণভাবেআদায় করেছে;নাকি নামাযেঘাটতি আছে?যদি নামাযপরিপূর্ণ পাওয়াযায় তাহলেনামাযপরিপূর্ণহিসেবে লেখা হবে।আর যদি নামাযেঘাটতি পাওয়াযায় তখন রব্ব বলবেন:দেখ, আমারবান্দার নফলনামায আছেকিনা? যদি নফলনামায থাকেতখন বলবেন:নফল দিয়ে আমারবান্দারফরযের ঘাটতিপূরণ কর।এভাবে অন্যআমলগুলোর হিসাবনেয়া হবে।”[সহিহুলজামে (২৫৭১)]
বে-নামাযিরতওবারব্যাপারে আরওবিস্তারিত জানতে91411 নংপ্রশ্নোত্তরটিদেখুন।