4,026

অ্যানেসথেসিয়া বা অবশকরণ ইনজেকশনের কারণে রোযা ভাঙ্গবে না

প্রশ্ন: 95065

অ্যানেসথেসিয়া ইনজেকশনের কারণে কি রোযা ভাঙ্গবে?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

আলহামদুলিল্লাহ।

লোকাল এ্যানেসথেসিয়া(শরীরেরঅংশবিশেষঅবশকরণ)ইনজেকশন দিলেরোযা ভাঙ্গবেনা। যেহেতুএটি পানাহার নয়কিংবা পানাহারেরস্থলাভিষিক্তওনয়।

শাইখ ইবনেউছাইমীন (রহঃ)কে জিজ্ঞেসকরা হয়েছিল:রমযানেরদিনের বেলায়দাঁত অবশ করারজন্য যেএ্যানেসথেসিয়াদেয়া হয় সেসম্পর্কে?জিজ্ঞেস করাহয়েছিল,এ্যানেসথেসিয়াগ্রহণ করলে সেদিনের রোযা কিকাযা পালনকরতে হবে?

জবাবে তিনিবলেন: না;কেননাএ্যানেসথেসিয়ারোযা ভঙ্গ করেনা। লোকালএ্যানেসথেসিয়াযে স্থানেদেয়া হয় শুধু সেস্থানটিকেঅবশ করে; এটিপাকস্থলিতেপৌঁছে না।সুতরাং কেউনফল রোযাদারহন কিংবা ফরযরোযাদার হনতিনি যদিএ্যানেসথেসিয়াগ্রহণ করেনতার রোযাশুদ্ধ।[ফাতাওয়ানুরুনআলাদ-দারবথেকে সংকলিত]

দেখুন:ফাতাওয়াসশাইখ বিন বায(১৫/২৫৯)

কিন্তু,জেনারেলএ্যানেসথেসিয়া(পুরোপুরি অজ্ঞানকরা) প্রয়োগকরা হলে এবংএতে রোগী গোটাদিন সম্পূর্ণঅজ্ঞান থাকলে তারউপর সে দিনেররোযা কাযাপালন করাআবশ্যক হবে।

ইবনে কুদামা(রহঃ) বলেন: “যদি কেউসম্পূর্ণ দিনঅজ্ঞানঅবস্থায় থাকে;কিছু সময়ওসজ্ঞানঅবস্থায় নাকাটায় তাহলেআমাদের ইমাম ওশাফেয়িরঅভিমতঅনুযায়ী তাররোযা শুদ্ধহবে না।”এরপর বলেন: “অজ্ঞানব্যক্তি যদিদিনের অংশবিশেষে জ্ঞান ফিরেপান, দিনেরপ্রথমাংশেহোক কিংবাশেষাংশে হোকতাহলে তাররোযা শুদ্ধহবে।”[আল-মুগনি(৩/১২)]

এ আলোচনারভিত্তিতে বলাযায় যে,রোযাদার যদি দিনেরবেলায়এ্যানেসথেসিয়াইনজেকশনগ্রহণ করেতবুও তার রোযাশুদ্ধ হবে। এইনজেকশননেয়ার কারণেতার রোযাবাতিল হবে না।আর যদি এইনজেকশনফজরের আগেগ্রহণ করে এবংইনজেকশনেরপ্রভাবেসূর্যাস্তপর্যন্তঘুমিয়ে কাটায়তাহলে তার ঐদিনের রোযাশুদ্ধ হবে না।

আল্লাহ্‌ইভাল জানেন।

সূত্র

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

download iosdownload android