0 / 0

যে ব্যক্তি ঋণ পরিশোধ করেনি তার হজ্জ কি শুদ্ধ হবে?

প্রশ্ন: 204986

প্রশ্ন: আমি ১৪২২হিঃ সালে হজ্জ আদায় করেছি। তবে আমার নিকট কিছু মানুষের ঋণ আছে। কারণ হচ্ছে- আমি কিছু মানুষকে কর্জে হাসানা (ঋণ) দিয়েছিলাম; তারা আমার সাথে প্রতারণা করেছে, এখন এ অর্থ পরিশোধ করার দায় আমার উপর। আমি একজন শাইখকে জিজ্ঞেস করেছিলাম: আমি তো ঋণ পরিশোধ করিনি; এমতাবস্থায় হজ্জ করা জায়েয হবে কিনা? শাইখ বলেছেন: জায়েয হবে। কারণ আপনি জানেন যে, আপনি অচিরেই ঋণ পরিশোধ করে দিবেন, ইনশাআল্লাহ।

একই বিষয়ে আপনাদের এক প্রশ্নের উত্তরে বিপরীত তথ্য পেলাম। এমতাবস্থায় আমার হজ্জ কি কবুল হয়েছে? কারণ আমি ঋণ পরিশোধ না করে হজ্জে গেছি, পাওনাদারদের কাছ থেকে অনুমতি নেইনি। যদি আমার হজ্জ মাকবুল না হয়; তাহলে আমার করণীয় কি? আমার প্রথম হজ্জ কি ফরজ এবং দ্বিতীয় হজ্জ কি সুন্নত?

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

span lang=BN-BD style=’font-family:SolaimanLipi;mso-bidi-font-family:SolaimanLipi;mso-bidi-language:BN-BD’>উত্তর:

আলহামদুলিল্লাহ।

কোনপ্রশ্নকারীরইবাদত কবুলহওয়া সম্পর্কপ্রশ্ন করাএবংউত্তরদাতার এসম্পর্কেউত্তর দেয়াউচিত নয়। কারণইবাদত কবুলহওয়ার বিষয়টি সম্পূর্ণভাবেআল্লাহরনিকট। বরংপ্রশ্ন করতেহবে ও উত্তরদিতে হবেইবাদত শুদ্ধ হওয়াসম্পর্কে,ইবাদতের শর্তাবলিও রুকনগুলোপরিপূর্ণহওয়াসম্পর্কে।

যেব্যক্তি হজ্জআদায় করলকিন্তু তারজিম্মাদারিতেঅন্যদেরপাওনা ঋণ রয়েগেছে তার হজ্জসহিহ হবে; যদিহজ্জের রুকন ওশর্তগুলোপরিপূর্ণভাবেআদায় করা হয়।সম্পদের সাথেবা ঋণের সাথেহজ্জেরশুদ্ধতার কোনসম্পর্ক নেই।তবে যেব্যক্তির ঋণআছে সে ব্যক্তিরজন্য হজ্জ নাকরা উত্তম। যেঅর্থ সে হজ্জআদায়ে খরচকরবে সে অর্থঋণ আদায়ে খরচকরা উত্তম এবংশরয়িবিবেচনায় সেসামর্থ্যবাননয়। এ বিষয়েস্থায়ীকমিটিরআলেমগণেরফতোয়ানিম্নরূপ:

১- হজ্জআদায় করারজন্য যেব্যক্তি ঋণগ্রহণ করেছেতার সম্পর্কেজিজ্ঞেস করাহলে তারাবলেন:ইনশাআল্লাহহজ্জ সহিহ।হজ্জের শুদ্ধতারউপর ঋণগ্রহণের কোনপ্রভাব নেই।শাইখ আব্দুলআযিয বিন বায,শাইখ আব্দুররাজ্জাক আফিফি,শাইখআব্দুল্লাহগাদইয়ান।[স্থায়ীকমিটিরফতোয়াসমগ্র(১১/৪২) থেকেসমাপ্ত]

২- তাঁরাবলেন:

“হজ্জফরজ হওয়ারঅন্যতম শর্তহচ্ছে-সামর্থ্যবানহওয়া।সামর্থ্যেরমধ্যে রয়েছে-আর্থিক সামর্থ্য।আর যেব্যক্তির উপরঋণ রয়েছে,ঋণদাতারা যদিঋণ আদায় করারআগে হজ্জআদায়ে বাধাদেয় তাহলে সেব্যক্তি হজ্জআদায় করবে না।কারণ সেসামর্থ্যবাননয়। আর যদিতারা ঋণ আদায়েচাপ না দেয়এবং সে জানেযে, তারাসহজভাবে নিবেতাহলে তারজন্য হজ্জআদায় করাজায়েয আছে।হতে পারে হজ্জতার ঋণ আদায়করার জন্য কোনকল্যাণের পথখুলে দিবে।”

শাইখআব্দুল আযিযবিন বায, শাইখআব্দুর রাজ্জাকআফিফি, শাইখআব্দুল্লাহগাদইয়ান

[স্থায়ীকমিটিরফতোয়াসমগ্র(১১/৪২) থেকেসমাপ্ত]

আরওজানতে দেখুন 41739 নংপ্রশ্নোত্তর।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

answer

সংশ্লিষ্ট প্রশ্নোত্তরসমূহ

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android